টাঙ্গাইলের কালিহাতীতে পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজমত আলী আকন্দ রেজাউল, কালিহাতী উপ–সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) কামরুজ্জামান খান। প্রশিক্ষণটি পরিচালনা করেন পাট পরিদর্শক রমেশ চন্দ্র সূত্রধর।
সেশনগুলোতে কৃষকদের পাট ও পাটবীজ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফলন বৃদ্ধি, পণ্যের মানোন্নয়ন ও বাজারজাতকরণ কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় স্থানীয় পাটচাষী, কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।











