প্রশাসনের নিষ্ক্রিয়তাসহ বিভিন্ন অ‌ভি‌যোগে টাঙ্গাইলে ২ চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে জাল ভোট, কেন্দ্র দখল, প্রশাসনের নিষ্ক্রিয়তাসহ বিভিন্ন অ‌নিয়মের অ‌ভিযো‌গ এনে দুই চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছে।

ভূঞাপুর উপজেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের আ‌মিনুল ইসলাম আ‌মিন ও ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খান ভোট বর্জন করেছেন।

গো‌বিন্দাসী ইউ‌নিয়নে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ইউ‌নিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার ও দেউলাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সুজাত আলী খান মাস্টার।

আ‌মিনুল ইসলাম আ‌মিন বলেন, নির্বাচনে সকালের দিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলেও পরে পরা‌জিত হওয়ার আশংকায় কেন্দ্রের প্রিসাই‌ডিং কর্মকর্তার সহায়তায় ব‌হিরাগতদের নিয়ে জোরপূর্বক ভোট প্রদান, কেন্দ্র দখল, প্রভাব বিস্তার করে নৌকায় ভোট নেয়া হচ্ছে।

অ‌নিয়মের ‌বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম‌্যা‌জিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কোন ব‌্যবস্থা নেয়‌নি।

তি‌নি আরও বলেন, প্রহসনের নির্বাচনে ভোট কারচু‌পির ঘটনায় সাধারণ ভোটাররা ক্ষুব্দ; কেন্দ্রে আনার‌স প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেয়া হয়েছে।

তবে পরব‌র্তিতে যাতে আনারস প্রতীকে যারা নির্বাচন করেছে তাদের নিরাপত্তা ও তাদের বা‌ড়িঘর নিরাপত্তার জন‌্য প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।

এদিকে ঘাটাইলে দেউলাবাড়ী ইউনিয়েনের স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা নৌকা প্রতীকে সিল ও জাল ভোট দিচ্ছিল; প্রায় প্রত্যেকটি কেন্দ্রেই একই অবস্থা।

প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এজন্য ভোট বর্জন করেছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটা‌র্নিং অ‌ফিসার নাজমা সুলতানা ব‌লেন, ওই বি‌দ্রোহী প্রার্থীর কোন লি‌খিত অ‌ভি‌যোগ পাই‌নি; অ‌ভি‌যোগ পে‌লে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে। সম্পাদনা – অলক কুমার