ধনবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ধনবাড়ী নওয়াব শাহী ঈদ গাঁ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা’র সাবেক সভাপতি মাওলানা ফয়সাল আহমাদ অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
আরো পড়ুন – সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে নতুন মামলা
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী পৌর শাখা’র আহবায়ক মুস্তাফিজুর রহমান।
এসময় প্রধান অতিথি’র বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা’র সভাপতি মুহাম্মদ আকরাম আলী, প্রধান বক্তার বক্তব্য দেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মেডিক্যাল ও ইন্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মদ আল আমিন।
এসময় আরোও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদস্য হাফেজ মাওলানা রেজাউল করীম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশ ধনবাড়ী উপজেলা শাখা’র সভাপতি মাওলানা আ. সামাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মধুপুর উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, টাঙ্গাইল জেলা শাখা’র অন্যতম সমন্বয়ক মুহাম্মদ আকরাম হোসেন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক শেখ রাফি বীন রেজাউলসহ মধুপুর ও ধনবাড়ী উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দরা।
বক্তারা এ দেশের মানুষকে অন্যায় ও অত্যাচার জুলুম দূর করতে হলে তাহলে কোরআন সুন্নাহ দিয়ে আদর্শ রাজনীতি করতে হবে, তাহলেই দেশে ও সমাজে শান্তি ফিরে আসবে বলে সকলকে ঐক্যবদদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর টাঙ্গাইল, মধুপুর, ধনবাড়ী সহ বিভিন্ন জয়গার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।