বাংলাদেশে আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এই ভূমিকম্পটি ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯।
উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমার। দেশটির মনিওয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার দূরে এবং ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০৭ কিলোমিটার গভীরে কম্পনটি সৃষ্টি হয়। মিয়ানমারের পাশাপাশি ভারত ও বাংলাদেশেও এর প্রভাব অনুভূত হয়েছে।
তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।











