২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ঢাকা শিক্ষা বোর্ডের মূল নম্বরপত্র বিতরণ শুরু হচ্ছে আগামী ১০ ডিসেম্বর থেকে। এই কার্যক্রম চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে মূল নম্বরপত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের নম্বরপত্র সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে বোর্ডের সনদ শাখা (৪ নং ভবন, ৫ম তলা) থেকে সংগ্রহ করতে হবে।
জেলা অনুযায়ী নম্বরপত্র বিতরণের সময়সূচি—
১০ ডিসেম্বর: টাঙ্গাইল ও ঢাকা জেলা
১১ ডিসেম্বর: নরসিংদী ও ফরিদপুর
১৪ ডিসেম্বর: মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ
১৫ ডিসেম্বর: কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ
১৭ ডিসেম্বর: মাদারীপুর ও শরীয়তপুর
১৮ ডিসেম্বর: রাজবাড়ী ও গোপালগঞ্জ
২১ ডিসেম্বর: গাজীপুর
২২ ডিসেম্বর: ঢাকা মহানগর
বোর্ডের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিষ্ঠান প্রধান বা তার অনুমোদিত প্রতিনিধিকে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, প্রাধিকার পত্র এবং তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষরসহ নম্বরপত্র গ্রহণ করতে হবে।











