এলেঙ্গা পৌরসভা নির্বাচন

আওয়ামী বিদ্রোহীসহ মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আওয়ামী বিদ্রোহীসহ মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালিহাতী প্রতিনিধি : জমে উঠেছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার নির্বাচন।

রবিবার প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৪ জনতাদের মনোনয়নপত্র জমা দেন।

এছাড়া ৯টি সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এলেঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকৃত প্রার্থীরা হলেন – বর্তমান মেয়র ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর এ আলম সিদ্দিকী (নৌকা)।

তিনি এলেঙ্গা পৌর আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার ছোট ভাই।

তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন।

এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ব্যাংক কর্মকর্তা রেজিনা আক্তার (স্বতন্ত্র)।

তিনি এলেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত মোজাম্মেল হক খান জিন্নাহর স্ত্রী।

মনোনয়নপত্র জমাদানের সময় তার সাথে গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।

এলেঙ্গা পৌরসভার প্রথম মেয়র ও সাবেক চেয়ারম্যান শাফী খান (স্বতন্ত্র) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি কালিহাতী উপজেলা বিএনপির সদস্য ও এলেঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি। শাফী খানের বাবা মৃত খলিলুর রহমান তালুকদার এলেঙ্গা ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান ছিলেন।

এলেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক নেতা এসএম সফিকুল ইসলাম শাফী তালুকদার (স্বতন্ত্র)। তিনি প্রয়াত নায়ক মান্নার চাচা।

এলেঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।

আগামীকাল সোমবার যাচাই-বাছাই। ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ২৮ ফেব্রæয়ারি প্রতিক বরাদ্দ।

আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ কর্মকর্তা আরো বলেন, একই দিন ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে সাধারণ এবং নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হবে।

এ নির্বাচনগুলোয় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে।

উল্লেখ্য এলেঙ্গা পৌরসভায় মোট ভোটার ৩৩৩৬৭ জন (পুরুষ ১৬৬৯৬ মহিলা ১৬৭৭০)।