ওয়াজ মাহফিলে খিচুরি খাওয়াকে কেন্দ্র করে যুবকের হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ

মাহফিলে খিচুরি খাওয়াকে কেন্দ্র করে আহত মীর হোসেন (৩৭)

কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ওয়াজ মাহফিলে খিচুরি খাওয়াকে কেন্দ্র করে মীর হোসেন (৩৭) নামের এক যুবকের হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা।

আহত মীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার রাতে উপজেলার মমিননগর পশ্চিমপাড়া জামতলা মসজিদের ওয়াজ মাহফিলে এঘটনা ঘটে।

এ ঘটনায় আহত যুবকের ভাই মসজিদ কমিটির সভাপতি আলী হোসেন বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো পড়ুন – ব্যাপক আলোচনায় থাকলেও কমিটিতে নেই মুরাদ সিদ্দিকী! কেন?

মসজিদ কমিটির সভাপতি আলী হোসেন জানান,উপজেলার মমিননগর পশ্চিমপাড়া জামতলা এলাকার মৃত হাজী আনছের আলীর ছেলে মমিননগর পশ্চিমপাড়া জামতলা মসজিদ কমিটির সভাপতি আলী হোসেনের (৪৪) সঙ্গে প্রতিবেশী মৃত আহম্মদ আলীর ছেলে আলী হোসেন (৫৪)’র মিতায় মিতায় পূর্বশত্রুতা চলে আসছিল।

রোববার রাতে মমিননগর পশ্চিমপাড়া জামতলা মসজিদের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।

ওয়াজ মাহফিলের অথিতিদের খিচুরি খাওয়ানো সময় প্রতিপক্ষ আলী হোসেনের ছেলে হাফিজুর সভাপতি আলী হোসেনের কাছে খিচুরি খেতে আসে।

এসময় সভাপতি বলে অতিথিদের খাওয়ানোর পর গ্রামের লোকদের খিচুরি খেতে দেব, একটু পরে আস।

তখন সভাপতির সঙ্গে হাফিজুরের কাথা কাটাকাটি হয়।

এর পর হাফিজুরের বাবা আলী হোসেন, চান মিয়ার ছেলে হযরত আলী মসজিদ কমিটির সভাপতির ভাই মীর হোসেনকে কিল ঘুষি, লাথি ও লাঠি দিয়ে আঘাত করে ডানহাত ভেঙ্গে দেয়।

আরো পড়ুন – প্রধানমন্ত্রীর প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলানোর নির্দেশ অমান্য, ফসলি জমি কেটে রাস্তা তৈরি

তার চিৎকারে স্থানীয় এসে তাকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালিহাতী থানার (ওসি) মোল্লা আজিুজুর রহমান জানান, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা – অলক কুমার