করোনায় সচেতনতায় টাঙ্গাইল জেলা পুলিশের প্রচারণা

নিজস্ব প্রতিবেদক : “মাস্ক পড়ার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড নিরালা মোড়, ক্যাপসুল মার্কেটসহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালান।

বিতরণ করেন মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার।

পাশাপাশি গণপরিবহণগুলো জীবানুনাশক দিয়ে স্প্রে করা হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়; অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম; টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর; সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ জাহান আনছারী; সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন; বাস-কোচ মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ প্রমুখ। সম্পাদনা – অলক কুমার