গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গত রবিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। জানা গেছে, গুম ও নির্যাতনের এই মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হবে।
এর আগে গত ৮ অক্টোবর আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ মোট ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরোয়ানাভুক্ত আসামিদের ২২ অক্টোবর উপস্থিতির নির্দেশ দেওয়া হয় এবং হাজিরের পর তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গুমের দুই মামলায় যেসব ১৩ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়, তাদের মধ্যে রয়েছেন র্যাব ও সেনাবাহিনীর কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিজিএফআই-এর একাধিক সাবেক পরিচালক।











