টানটান উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের ঘাটাইলের কুশারিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়েছে কুশারিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুশারিয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে টিম সাগর (২–১) গোলে ইয়ং স্টার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন কুশারিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মর্জিনা মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, সন্ধানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সবুর খান, সাধারণ সম্পাদক আকবর হোসেন, সাবেক সভাপতি আসলাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুর্দান্ত লড়াই শেষে ২–১ গোলের জয় নিশ্চিত করে টিম সাগর। ফাইনাল ম্যাচ সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য রকিবুল ইসলাম রাকিব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রমজান আহমেদ ও ফজলুর রহমান।
ফাইনাল ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের উপচেপড়া ভিড় ও উৎসবের আমেজ। অতিথিরা বলেন, এমন আয়োজন তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











