“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় জাতীয় সমবায় পুরষ্কার ২০২২-এর স্বর্ণপদক প্রাপ্ত অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লিমিটেড এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে অন্বেষা একাডেমীতে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহাদাত হোসেন শামীম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত পরিচালক প্রশাসন শাহিদ হোসেন সেলিম। এছাড়া সমিতির উপদেষ্টা ও সাংবাদিক-লেখক জুলফিকার হায়দার, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক নাসরিন সরকার দিপা, যুগ্ম পরিচালক ইয়াসমিন সরকার, প্রধান হিসাব রক্ষক লায়লা খাতুন, অফিস ম্যানেজার মাকছুদা বেগম, প্রকল্প পরিচালক কামাল হোসেন এবং কর্মসুচি কর্মকর্তা রাজিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র এবং নিরীক্ষার প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্ব এবং বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সদস্য তারিন সুলতানা বীনা ও সুবর্ণা আক্তার।
১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই সমিতি ৩৬১৬ জন সদস্যের মধ্যে ১৬৬৬ জনকে ঋণ প্রদান করেছে। সমিতির বর্তমান মূলধন প্রায় ৩৩ কোটি ৪১ লাখ ৩০ হাজার ৫৯৪ টাকা।











