ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত তিনি ঘাটাইল উপজেলা শহর, পৌর এলাকা, গ্রামের বিভিন্ন অঞ্চল ও পাহাড়ি জনপদে ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগের সময় তিনি বাসাবাড়ি, হাট–বাজার, দোকানপাট, পাড়া–মহল্লায় গিয়ে বিভিন্ন বয়সী ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি পথসভাগুলোতে তিনি বলেন, জুলাই চেতনা ধরে রেখে ক্ষুধা-দারিদ্রমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এনসিপির প্রতীক ‘শাপলা কলি’-তে ভোট দিন।
এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।











