জামিনে মুক্ত নামে নাম মিলে যাওয়া কারাবাসী চাঁন মিয়া

নিজস্ব প্রতিবেদক : আসামির সঙ্গে নাম মিল থাকায় পুলিশ ধরে নিয়ে জেলে ঢোকানোর পর জানা গেল এই চাঁন মিয়া সেই চাঁন মিয়া নয়।

এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশে পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন টাঙ্গাইলের মধুপুরের চাঁন মিয়া।

গতকাল রবিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আলম তার জামিন মঞ্জুর করেন।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম জানান, মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাহ্মণবাড়ী গ্রামের জহুর আলীর ছেলে চান মিয়ার বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মধুপুর আমলি আদালতে যৌতুকের মামলা করেন তাঁর স্ত্রী জামিলা বেগম।

কিন্তু গত বৃহস্পতিবার পুলিশ ভুল করে কুড়াগাছা ইউনিয়নের জরু সেখের ছেলে এবং লেপ-তোশক ব্যবসায়ী চাঁন মিয়াকে গ্রেপ্তার করে হাজতে পাঠায়।

এরপর গতকাল নির্দোষ চাঁন মিয়ার জামিন মঞ্জুর করেন আদালত।

মধুপুর থানার ওসি তারিক কামাল জানিয়েছেন, প্রকৃত আসামি ও প্রকৃত ঘটনা নিয়ে তদন্ত করা হবে।

তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা – অলক কুমার