টাঙ্গাইলের তিনটি সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, উত্তর টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সভায় তিনটি সংগঠনের শতাধিক সাংবাদিক নবাগত পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে পরিচিত হন।
পুলিশ সুপার শামসুল আলম সরকার বলেন, “পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক। টাঙ্গাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ তুলে বলেন, “গণভোটের মাধ্যমে জনগণই ঠিক করবে আগামী দিনের বাংলাদেশ কোন পথে এগোবে। নির্বাচনের জন্য ৬৪ জেলায় নতুন করে পুলিশ সুপারদের পদায়ন করা হয়েছে—আমি তারই অংশ হিসেবে টাঙ্গাইলে যোগ দিয়েছি।”
তিনি নিশ্চিত করেন যে, “আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশ বাহিনী সর্বাত্মক দায়িত্ব পালন করবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন—সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
পুলিশ সুপার আরও বলেন, স্বাভাবিক আইনশৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সাংবাদিকদের পূর্ণ সহযোগিতা কামনা করেন।











