টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

সাগরদিঘীতে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদারকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়নবাসী।

আরো পড়ুন – সাগরদিঘি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ!

রবিবার (২২ মে) দুপুরে সাগরদিঘী বাজারে সিকদার মার্কেটের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করেন তারা।

সভায় বক্তারা বলেন, সাগরদীঘি ইউনিয়নের হতদরিদ্রদের নিয়ে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্প নিয়ে গুটিকয়েক মেম্বার ও একটি কুচক্রী মহল সাগরদীঘির সফল চেয়ারম্যান হেকমত সিকদারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতেছে।

মহলটি একটি রাজনৈতিক পক্ষের ইন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে কতিপয় মানববন্ধনসহ নানা অপপ্রচারের মাধ্যমে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে।

আরো পড়ুন – ইউপি চেয়ারম্যান হেকমত সিকদারের দুর্নীতির বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ

এ ধরনের অপপ্রচার বন্ধ না করা হলে ভবিষ্যৎ এ ইউনিয়নের মানুষ উপযুক্ত জবাব দিবে বলেও হুশিয়ারি প্রদান করেন বক্তারা।

জমি বিক্রয় নোটিশ

এসময় এই চক্র থেকে সাবধান থাকার জন্যও ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান তারা।

সাগরদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জিন্নত আলীর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন- সাগরদীঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার; ইউপি সদস্য মোজাম্মেল হোসেন; মো. লিয়াকত হোসেন; ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক কবীর হোসেন; শ্রমিকলীগের সভাপতি মো. টিটু মিয়া,ওয়ার্ড আ’লীগের সভাপতি সামসুল হক; যুগ্ম-আহবায়ক আব্দুর রহমান মাস্টার; ছাত্রলীগ নেতা আলভিসহ আরও অনেকে।

সভাশেষে একটি বিক্ষোভ মিছিল করেন সহাস্রাধীক নারী-পুরুষ। সম্পাদনা – অলক কুমার