ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেশব্যাপী “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করছে। সেই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি–পেশার শতাধিক প্রতিনিধি অংশ নেন।
বৈঠকের সভাপতিত্ব করেন সুজন টাঙ্গাইল জেলা কমিটির সহ-সভাপতি হারুন অর রশিদ। আলোচনায় অংশ নেন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানি কোরায়শী, আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি মীরাজ মহিউদ্দিন, আইনজীবী গোলাম মোস্তফা এবং সাংবাদিক ও কলেজ শিক্ষক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা করেন সুজন জেলা কমিটির সম্পাদক তরুণ ইউসুফ।











