টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশলী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আই/ডিইবি) ছাত্র বিষয়ক সম্পাদক জাহিদ রানাকে সম্মাননা স্মারক প্রদান করেছে পলিটেকনিকের ছাত্র-ছাত্রীরা। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ইনস্টিটিউট ভবনের সামনে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারিগরি ছাত্র আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট আসিফুর রহমান আসিফ, ছাত্র প্রতিনিধি রমজান শেখ, আন্দালিব রহমান হানিফ, হৃদয় আহমেদ, শিহাব উদ্দিনসহ আরও অনেকে।
সম্মাননা গ্রহণের পর প্রকৌশলী জাহিদ রানা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষায় আগে যেমন কাজ করেছি, ভবিষ্যতেও ছাত্র-ছাত্রীদের পাশে থেকে কাজ করে যেতে চাই। তিনি উপস্থিত সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।











