টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুরে নির্ধারিত বাউল গানের একটি অনুষ্ঠান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বাতিল করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনের অনুরোধে আয়োজকরা শেষ পর্যন্ত অনুষ্ঠানটি বন্ধ করে দিতে বাধ্য হন।
যদুনাথপুর পাতলাচড়া যুব সমাজের উদ্যোগে প্রতি বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়—বাউল গান, জারি গান, লাঠিখেলা ইত্যাদি। এর ধারাবাহিকতায় ৭ ডিসেম্বর বাউল গানের আয়োজনের দিন নির্ধারিত ছিল। অনুষ্ঠানে বিখ্যাত বাউল শিল্পী মোবারক সরকার ও সাথি সরকার পরিবেশনা করার কথা ছিল।
উদ্যোক্তারা জানান, এক মাস আগেই মৌখিকভাবে তারা অনুষ্ঠানটির বিষয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেছিলেন। কিন্তু নির্ধারিত দিনের আগেই নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকে।
বাউল গান অনুষ্ঠানের উদ্যোক্তা ও ধনবাড়ী নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর ইকবাল হোসেন জুপিটার বলেন,
“আমাদের সব প্রস্তুতি সম্পন্ন ছিল। থানা থেকে জানানো হয় অনুষ্ঠানটি দিনে আয়োজন করতে বা রাত ৯টার মধ্যে শেষ করতে। বাউল গান সাধারণত রাতে হয়—তাই এতে আমরা অসুবিধা জানাই। পরে জানানো হয়, পূর্ণ নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে কেন্দ্র করে দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তা নতুন করে ঝুঁকি বাড়িয়েছে।
“তৌহিদী জনতার ব্যানারে হামলার আশঙ্কা ছিল। নামবিহীন কয়েকটি ফোনেও অনুষ্ঠান না করার জন্য চাপ দেওয়া হয়। সব মিলিয়ে আমরা অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হই।”
জিয়া মঞ্চ ধনবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা মঞ্জুরুল ইসলাম বলেন,
“প্রতি বছর কোনো সমস্যা ছাড়াই অনুষ্ঠান হয়। কিন্তু এবার প্রশাসন থেকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে অনুষ্ঠান বন্ধ করতে। নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় আমরা আয়োজন থেকে সরে আসি।”
এ বিষয়ে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়ার প্রস্তাব ছিল। উদ্যোক্তাদের সমস্যা আছে কিনা জানতে চাওয়া হয়। উদ্যোক্তারাই অনুষ্ঠান করবে না বলে জানান। তাই অনুষ্ঠানটি আর হয়নি।”











