“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় এবং সকালবেলার আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রামেন্দ্র সুন্দর বোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—নাগরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি দ্বীপ ভৌমিক, নাগরপুর উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ তোরাপ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউর রহমান জোয়ার্দ্দার, মৎস্য কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আহম্মদ আলী রানা, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নূর হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ সাহা প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে এবং সমাজে বৈষম্য সৃষ্টি করে। তরুণ প্রজন্মকে নৈতিকতা, সততা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে এসে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমেই একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব।
সকালবেলার এই আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। শেষে দুর্নীতিবিরোধী শপথ পাঠের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।











