বরিশালের বাকেরগঞ্জে চেক প্রত্যাখ্যানের মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত শাহনাজ পারভীন রানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নিজের বাড়ির নিকটবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
শাহনাজ পারভীন রানী হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রুনসী গ্রামের বাসিন্দা ও হালিম খানের স্ত্রী।
বাকেরগঞ্জ থানার পুলিশ জানায়, ২০১৯ সালে পটুয়াখালী জেলায় দায়ের করা একটি চেক প্রত্যাখ্যানের মামলায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি পটুয়াখালীর যুগ্ম দায়রা তৃতীয় জজ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে চেকের সমপরিমাণ ১১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ওসি আবুল কালাম আজাদ জানান, দুপুরে খবর পান রানী একটি পারিবারিক অনুষ্ঠানে বাড়িতে উপস্থিত হয়েছেন। পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তারের চেষ্টা করলে তিনি পালিয়ে যান। তবে রাত ২টার দিকে ধারাবাহিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।











