বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও গলাটিপে হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

সোমবার (০২ অক্টোবর) দুপুর ১২টায়  টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ (কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া মানববন্ধনে সভপতিত্ব করেন।

এসময় বক্তব্য রাখেন, মহাসচিব শফিকুল ইসলাম , চেয়ারম্যান শেখ শাহারুল, সাংবাদিক রাশেদ খান মেনন, সাংবাদিক আতিক, মাহাবুর রহমান বিপ্লব, রফিক, খোরশেদ আলম, আ. আলিম , রেজাউল করিম প্রমুখ ।

এর আগে বাসাইল উপজেলায় গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৬৫) নামে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

৩০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার মটরা গ্রামে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে মুক্তিযোদ্ধা লতিফ খানের সাথে প্রতিবেশি আবু খান ও তার ছেলে পাভেল ও পারভেজের সাথে দুটি পুকুর মাছ নিয়ে বিরোধ চলে আসছিল।

এ বিষয়ে মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খানের বাড়ির উঠানে শুক্রবার বিকেলে এক গ্রাম্য সালিশের আয়োজন করা হয়।

সালিশের এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে আবু খান, পাভেল ও পারভেজসহ কয়েকজন যুবক লতিফ খানকে পিটিয়ে আহত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে হাবলা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য শাহজাহান খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষকে নিয়ে সালিশ বসা হয়।

এক পর্যায়ে দুইপক্ষই ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়ায়।

সেই সময় ওই বীর মুক্তিযোদ্ধাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

এ ব্যাপারে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সম্পাদনা – অলক কুমার