ভেজালের বিরুদ্ধে সোচ্চার ক্যাব

কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ওষুধসহ ভেজাল খাবারের প্রতিবাদে সোচ্চার কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব)।

শুক্রবার (২৫ নভেম্বর) সকালে সাধারণ গ্রন্থাগারে কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা শাখার সভাপতি মন্জু রানী প্রমানিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি ও কনজুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশ এর সন্মানিত সদস্য খ. নাজিমুদ্দিন।

আরো পড়ুন – টাঙ্গাইলের নতুন জেলা প্রশাসক হচ্ছেন জসীম উদ্দিন হায়দার

এসময় অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল।

এডভোকেট আলরুহী, তরুণ ইউসুফ, রওশন, মিজানুর রহমান, মেনন, আলমগীর, শামীমসহ অনেকের বক্তব্যে ঔষুধসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি ও ভেজাল খাবারের প্রতিবাদে সোচ্চার থাকার জন্য বলা হয়। সম্পাদনা – অলক কুমার