নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদে ঝুঁকি হ্রাস করি” এ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুময়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আশরাফ আলী, মৎস্য কর্মকর্তা নাজমুন নাহার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো. ইমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, মহিলা বিষয়ক কর্মকর্তা ছালমা বেগম, ফায়ার সার্ভিস উপজেলা ষ্টেশন কর্মকর্তা মেহেদি হাসান প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা চত্বরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন কর্মকর্তা মেহেদি হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে উপজেলা চত্বরে দুর্যোগ মোকাবেলায় জনসাধারণকে সচেতনতা করতে বিভিন্ন বিষয় প্রদর্শন করে দেখানো হয়।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।