কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণি সম্পদ কর্মকর্তাসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এম এম আবুল কাশেমের ছেলে এস এম রোকুনুজ্জামান (৪৮)। রোকুনুজ্জামান কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন এবং অপর জন মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)।

এ ব্যাপারে কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) রোকুনুজ্জামান রবিন্দ্র চন্দ্র নামের ওষুধ কোম্পানীর সাবেক এক প্রতিনিধিকে নিয়ে মোটরসাইকেলে যোগে রওনা হয়। পথিমধ্যে তারা হাতিয়া এলাকায় পৌঁছলে একটি ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। পরে খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।

তিনি আরো বলেন, রবিন্দ্র চন্দ্র একটি ওষুধ কোম্পানীতে কাজ করতেন। সম্প্রতি তিনি ওই ওষুধ কোম্পানীর কাজ বাদ দিয়ে উপজেলা প্রাণি সম্পদের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন।