চট্টগ্রামের রাউজানের তরুণ পর্বতারোহী ইমরান উদ্দিন সিদ্দিকী নেপালের চুলু ফার ইস্ট পর্বতের ১৯,৮৮০ ফুট (৬,০৫৯ মিটার) উচ্চতায় জয় অর্জন করেছেন।
গত রবিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায় তিনি শিখরে পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে নিয়ে দাঁড়ান। রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর গ্রামের সন্তান ইমরান ছোটবেলা থেকেই পর্বতারোহী হওয়ার স্বপ্ন দেখতেন এবং বর্তমানে একজন সফল ব্যবসায়ী।
ভার্টিক্যাল ড্রিমার্স পর্বতারোহণ ক্লাবের উদ্যোগে আয়োজিত অভিযানে তার সঙ্গে অংশ নেন জুনায়েদ সাইফ রুম্মান। অভিযানটি ছিল চ্যালেঞ্জিং, তুষারপাত ও বরফের কারণে পথ অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। গাইডের পরামর্শে সাইফকে ৫,৭০০ মিটার উচ্চতায় ফিরে যেতে হয়, কিন্তু ইমরান একা এগিয়ে গিয়ে সকাল ৮টায় চূড়ায় পৌঁছান এবং নিরাপদে বেসক্যাম্পে ফিরে আসেন।
ইমরান ও তার সহযাত্রী ৩১ অক্টোবর নেপালে পৌঁছে দুই দিনের কঠিন আরোহণ শেষে মূল অভিযান শুরু করেন। চুলু ফার ইস্টে এটি ছিল ক্লাবের দ্বিতীয় অভিযান। ২০২৩ সালে একই ক্লাবের পর্বতারোহী বাবর আলী প্রথমবারের মতো শিখরে পৌঁছান।
ইমরানের এই সাফল্যে রাউজানের হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তার পরিবার ও স্থানীয়রা এই অর্জনকে তরুণদের জন্য অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছেন।
চূড়া জয় শেষে ইমরান ও জুনায়েদ সাইফ আগামী ১৪ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে।











