টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বিএনপির দুই নেতার কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় সকল আসামি জামিন পেয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) আসামিরা টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার (২৯ নভেম্বর) টাঙ্গাইল-৬ (দেলদুয়ার–নাগরপুর) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর মনোনয়ন বাতিলের দাবিতে এলাসিন বাজারে মানববন্ধন করেন মনোনয়নপ্রত্যাশী জুয়েল সরকারের কর্মী-সমর্থকরা।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে চললেও হঠাৎ নাগরপুর এলাকা থেকে লাভলুর সমর্থনে মোটরসাইকেল বহরে অর্ধশতাধিক সমর্থক উস্কানিমূলক স্লোগান দিয়ে কর্মসূচিস্থল অতিক্রম করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২০ জন আহত হন।
ঘটনার দিনই এলাসিন গ্রামের ছানোয়ার হোসেন, লাভলুর এক সমর্থক, দেলদুয়ার থানায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭০–৮০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।
মামলার ১ নম্বর আসামি ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী জুয়েল সরকার বলেন, “আলহামদুলিল্লাহ, মিথ্যা ও সাজানো মামলায় সকল আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।”











