প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের কার্যালয়ে বৈঠক করে।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচন প্রক্রিয়া এবং স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। ইইউয়ের পক্ষ থেকে এ ধরনের বৈঠক পূর্বেও একাধিকবার অনুষ্ঠিত হয়েছে।
ইইউ জানায়, তারা বাংলাদেশের নির্বাচনকে আন্তর্জাতিক মানের হিসেবে দেখতে চায়। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রায় ১৫০ সদস্যের একটি বড় দল ধাপে ধাপে বাংলাদেশে আসবে। নির্বাচন কমিশনকে তারা প্রায় ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্রদান করবে, যাতে নির্বাচন আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হয়।











