চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ৩৮ বল হাতে রেখে পাওয়া এই একপেশে জয় লিটন দাসের দলকে বিশ্বকাপের আগে দারুণ আত্মবিশ্বাস দিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি ছিল টাইগারদের শেষ আন্তর্জাতিক সিরিজ।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। সাইফ ১৯ রান করে আউট হলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন লিটন দাস—সর্বশেষ ম্যাচে ফিফটি করার পর আজ করেছেন মাত্র ৭ রান। তবে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তানজিদ। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে খেলেন ৫৫ রানের চমৎকার ইনিংস। ৩৫ বলে ফিফটি ছুঁয়ে ৩ ছক্কা ও ৪ চারে সাজান তার ইনিংস।
চারে নেমে পারভেজ হোসেন ইমন অপরাজিত ৩৩ রান করেন। আগের দুই ম্যাচে ওপেন করলেও আজ মিডল অর্ডারে নেমে ৩ ছক্কা ও ১ চার মারেন তিনি।
বাংলাদেশের সহজ জয়ের ভিত গড়ে দেন বোলাররা, বিশেষ করে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। দুজনই নেন ৩টি করে উইকেট। তাদের তোপে মাত্র ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক পল স্টার্লিং।










