টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে ‘রাষ্ট্রসংস্কার ও দীন প্রতিষ্ঠায় জাতীয় এক্যের আহ্বান’ শীর্ষক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে ‘তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা’ বিষয়ক এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. নজম আল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মেতিজান মাখদুমা পন্নী, ময়মনসিংহ বিভাগের সভাপতি এনামুল হক বাপ্পা এবং জেলা সাধারণ সম্পাদক মামুন পারভেজ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিটু।
বক্তারা দীন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য, মানবকল্যাণ ও তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। কর্মী সম্মেলনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা অংশ নেন।











