টাঙ্গাইলের মির্জাপুরে ঐশ্বরী বাকালী নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে মির্জাপুর গ্রামের সাহা পাড়ার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে।
নিখোঁজ ঐশ্বরী মির্জাপুর সাহাপাড়া গ্রামের পবিত্র কুমার বাকালির মেয়ে এবং মির্জাপুর উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্র জানায়, সোমবার বিকেলে কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হয়ে যায় ঐশ্বরী। এরপর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্তও তার কোনো খোঁজ মেলেনি। মেয়েকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে একইদিন বিকেলে মির্জাপুর সদরের বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়েছে।
এ ঘটনায় ঐশ্বরীর বাবা পবিত্র কুমার বাকালি সোমবার রাতেই মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “এ ঘটনায় সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশ কাজ করছে।”











