নরসিংদীর শীলমান্দিতে এন. আর স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত পৌনে দশটার দিকে মিলটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে মাধবদী ও নরসিংদী সদর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পলাশ থেকে আরও ২টি ইউনিট যোগ দিলে মোট ৬টি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শিমুল মোহাম্মদ রফি।
তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। তবে মিল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মতে, তুলা ও সুতা পুড়ে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।











