রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা চেষ্টার মামলায় রংপুর মহানগর ও জেলা থেকে আওয়ামী লীগ ও যুবলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অভিযান চলেছে মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত।
গ্রেফতারকৃতরা হলেন:
-
মহানগর আওয়ামী লীগের ১৪ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম
-
৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম মোকাররম
-
কল্যানী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন
-
নগরীর দর্শনা এলাকা ১৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী
-
৬ নং কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগ সভাপতি ও উপজেলা সাংগঠনিক সম্পাদক ফুয়াদ মন্ডল
-
দামোদারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল হক
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা চেষ্টার মামলা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। অভিযানটি রংপুরের বিভিন্ন এলাকা থেকে সম্পন্ন করা হয়েছে।











