বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, শিশুদের ছোট বয়স থেকেই স্বনির্ভর ও দক্ষ করে গড়ে তুলতে স্কুল পর্যায়েই একাধিক ভাষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় অনুষ্ঠিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, জেলা ও বিভাগীয় পর্যায়ে টেকনিক্যাল ইনস্টিটিউশন চালু করা হবে। এসব প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা ও বিভিন্ন টেকনিক্যাল কোর্স প্রদান করা হবে।
তিনি আরও জানান, স্কুল লেভেলে শিক্ষার্থীদের জন্য কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে। ইংরেজির পাশাপাশি আরও একটি ভাষা শিখতে হবে, তবে কোন ভাষাটি শিখবে তা বাচ্চার নিজের পছন্দ অনুযায়ী নির্ধারণ করবে। এতে বিদেশে গিয়ে যেকোনো কাজের ক্ষেত্রেই সক্ষমতা বৃদ্ধি পাবে।
এছাড়াও ভোকেশনাল শিক্ষার কিছু বিষয়ও বাধ্যতামূলক করার পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এভাবে ছোট বয়স থেকেই একজন শিশুকে স্বাধীন, আত্মনির্ভর ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।










