অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে রাখার অভিযোগে টাঙ্গাইলের ঘাটাইলের বিভিন্ন রাইস মিলে র্যাব-১২ টাঙ্গাইলের সহায়তায় অভিযান পরিচালনা করেছে ঘাটাইল উপজেলা প্রশাসন। অভিযানের সময় ৪টি রাইস মিলে অবৈধভাবে চাল মজুদ করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মিল মালিককের কাছ থেকে ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার। বুধবার (০১ এপ্রিল) বিকালে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, করোনা ভাইরাসের কারণে দেশের দূর্যোগময় সময়ে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ করে রাখার দায়ে উপজেলার কালিদাসপাড়া, কদমতলী, হরিপুর ও ব্রাহ্মনশাসন এলাকায় ৪টি রাইসমিলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এগ্রোবাংলা অটো রাইসমিল, পপুলার অটো রাইসমিল, শুভেচ্ছা অটো রাইসমিল এবং সৌরভ অটো রাইসমিল মালিককে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। মজুদদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থকবে বলে জানান তিনি। অভিযান পরিচালনার সময় র্যাব-১২ টাঙ্গাইলের সদস্যরা উপস্থিত ছিলেন।
			
    	
		    
                                
                                




							



