দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলী ফালু বেকসুর খালাস পেয়েছেন।
রোববার (৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় দেন। রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন ফালু। রায় ঘোষণার পর তিনি নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
মামলাটি দুদক ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় দায়ের করে। অভিযোগে বলা হয়েছিল, ফালু প্রায় ৪৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং প্রায় ১০ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
মামলার বিচারকাজ বিভিন্ন সময়ে স্থগিত ছিল হাইকোর্টের আদেশে। ২০১৮ সালে পুনরায় বিচার শুরু হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন।