বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে অস্ত্র রাখা আইনত অপরাধ। তাই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে নিলুফার মনি বলেন, যারা ভালো উদ্দেশ্যে রাজনীতিতে এসেছিল, তারাই এখন নানা অনিয়ম ও অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি অভিযোগ করে বলেন, আসিফ মাহমুদের এপিএস-এর বিরুদ্ধেও কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, অথচ বিষয়গুলো যথাযথভাবে প্রচার পাচ্ছে না।
অস্ত্র রাখার প্রসঙ্গে তিনি বলেন, “আসিফ দেশীয় ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার কাছে যে অস্ত্র ও গুলি ছিল, সেগুলোর কোনো বৈধতা নেই। লাইসেন্স ও করসংক্রান্ত নথিও সন্দেহজনক।”
তিনি আরও বলেন, “মাত্র ১০ মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা এক তরুণ এখন কিভাবে অস্ত্রের লাইসেন্স পেল, সেটি তদন্ত হওয়া উচিত। তার এখনই পদত্যাগ করা উচিত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করা উচিত।”
নিলুফার মনি আশা প্রকাশ করেন, সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে এবং গণমাধ্যমও সাহসিকতার সাথে সত্য প্রকাশ করবে।