পাকিস্তান বিমান বাহিনীর (PAF) সিনিয়র কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেছেন, ভারতের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে দেশটির সামরিক বাহিনী কয়েকটি ভারতীয় সামরিক স্থাপনা ও ‘সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র’ ধ্বংস করেছে। একইসঙ্গে তিনি দাবি করেন, আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিপক্ষে পাকিস্তান ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে।
দেশটির সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে আওরঙ্গজেব আহমেদ বলেন, “ভারতীয় আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী অত্যন্ত কার্যকর প্রতিক্রিয়া জানিয়েছে।”
এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (ISPR)-এর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য একটি ঝলক দেখিয়েছে মাত্র। ভবিষ্যতের জন্য আরও বড় প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
তবে ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতে জড়ানো ‘নিছক বোকামি’ বলে মন্তব্য করেছেন আইএসপিআর মুখপাত্র। তিনি জানান, “পাকিস্তান যুদ্ধবিরতির কোনো অনুরোধ করেনি বরং ভারতই শান্তির উদ্যোগে বেশি আগ্রহ দেখিয়েছে।”
জেনারেল শরীফ আরও বলেন, “আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে কেউ তা লঙ্ঘন করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।”