ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হলেন অনেকে। বুধবার (১৬ এপ্রিল) রিমান্ড শুনানিতে হাজির করা হয় সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদকে। দীর্ঘদিন পর কাঠগড়ায় দেখা হয় তাদের।
আওয়ামী লীগ সরকারের পতনের পর বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসেন সাংবাদিক ফারজানা রুপা। একই সঙ্গে গ্রেপ্তার হন তার স্বামী সাংবাদিক শাকিল আহমেদও। তারা দুজনেই বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। তবে নারী ও পুরুষ কারাগারের ভবন আলাদা হওয়ায় এতদিন দেখা হয়নি তাদের।
আদালতে কাঠগড়ায় ওঠার পর একে অপরকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন রুপা ও শাকিল। একপাশে দাঁড়িয়ে কিছুক্ষণ হাত ধরে কথা বলেন তারা। রুপার পরনে ছিল মলিন মেরুন সালোয়ার কামিজ, মাথায় লাল খোপা। শাকিল পরেছিলেন ধূসর কালো টিশার্ট ও সাধারণ স্যান্ডেল।
এ সময় একাত্তর টেলিভিশনের সিইও মোজাম্মেল হক বাবুও কথা বলেন রুপার সঙ্গে। এরপর রুপা এগিয়ে যান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের দিকে। তিনি রুপার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেন এবং কিছুক্ষণ কথা বলেন। আদালত কক্ষে মুহূর্তটি ছড়িয়ে পড়ে আবেগঘন পরিবেশ।
শুনানি শেষে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ইমরান হাসান হত্যা মামলায় একাত্তর টিভির সিইও মোজাম্মেল হক বাবু, সাংবাদিক শাকিল আহমেদ এবং ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখায় আদালত। এছাড়াও দনিয়া এলাকায় মাদ্রাসা শিক্ষার্থী হত্যার আরেক মামলায় রুপা ও শাকিলকে গ্রেপ্তার দেখানো হয়।
গত বছর ২১ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও শাকিল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। শুনানি শেষে তাদের ফের কারাগারে পাঠানো হয়।