আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর হাসানুল বান্না শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন।
চীফ প্রসিকিউটরের কাছে ২ আগস্ট তিনি পদত্যাগপত্র পাঠান। পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভার জনিত রোগে আক্রান্ত হওয়ার কারণে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় অফিসে যোগ দিতে পারছেন না। চিকিৎসার জন্য আরও সময় প্রয়োজন হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে হাসানুল বান্নাকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়।