নিজস্ব প্রতিবেদক : ‘যেথায় থাকুক যে যেখানে, বাধন থাকুক প্রাণে প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে আফতাব উদ্দিন স্কুল এন্ড কলেজের এসএসসি ‘৯৩’ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
‘৯৩’ ব্যাচের ৩০ বছর পূর্তিতে শনিবার (১ জুলাই) প্রতিষ্ঠান প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাতা দানবীর মরহুম আলহাজ্ব জহুরুল ইসলাম এবং সাবেক প্রধান শিক্ষক মরহুম আজহারুল ইসলামের কবরে ফাতেহা পাঠ করা হয়।
আরো পড়ুন – ঈদের শুভেচ্ছা জানিয়ে বিপাকে অভিনেত্রী
আনন্দ র্যালী, প্রাক্তন শিক্ষকদেরকে সম্মাননা প্রদান, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে এই উৎসব অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের উপ-সচিব মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- আয়োজক কমিটির আহ্বায়ক ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আজিজুর রহমান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান (মস্তু মিয়া)।
এসময় বক্তব্য রাখেন সাবেক শিক্ষক মো. মোবারক হোসেন, বিমল বসুন দাস, মো. ফারুক হোসেন এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুম মিয়া।
আরো পড়ুন – ধর্ষণ মামলার বাদি সেই কিশোরী পুত্র সন্তান জন্ম দিলেন
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আরো বক্তব্য রাখেন- আয়োজক কমিটির সদস্য সচিব মো. দ্বীন ইসলাম তুহিন, জেলা জজ মো. সামছুল ইসলাম, রুপালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মো. আলী হোসেন মানিক, নাভানা গ্রুপের ব্যবস্থাপক (হিসাব) মো. তরিকুল ইসলাম সেলিম, হাবিবুল্লাহ ও সামসুজ্জামান।
আলোচনায় শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের অতীত স্মৃতিকে ফিরিয়ে আনেন।
শিক্ষক, শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যদের পদচারণায় প্রতিষ্ঠান প্রাঙ্গন মুখরিত হয়ে উঠে।
সকলের পদচারণায় উৎসবটি একটি মিলন মেলায় পরিণত হয়।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের হাতে স্মরণিকা, টিশার্টসহ উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
আরো পড়ুন – গোপনে গর্ভপাত করাতে গিয়ে মা-শিশু’র মৃত্যু, প্রেমিক পলাতক
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ফুরকান উদ্দিন, একেএম তরিকুরুল ইসলাম ও ফারজানা আক্তার রুনা।