আরো এক দরিদ্র মেধাবীর লেখাপড়ার দায়িত্ব নিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। মানবতায় অন্যন্য, জ্ঞানার্জন যার নেশা। অর্থনৈতিক প্রতিবন্ধকতা যেন উচ্চ শিক্ষায় কোন বাঁধা না হতে পারে তাই তিনি গরীব ও মেধাবীদের শিক্ষা সহায়তা করে যাচ্ছেন নিয়মিত।
এবার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দরিদ্র এক শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন। গতকাল বৃহস্পতিবার ওই শিক্ষার্থীকে ভর্তিবাবদ এককালীন ২৫ হাজার টাকা দেন এবং বিশ্ববিদ্যালয়ে তার লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার মীরকুমুল্লী গ্রামের মো. শাহজাহানের মেয়ে হোসনে আরা শিমু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত লেদার টেকনোলজি ইন্সটিটিউটে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পান। কিন্তু অর্থের অভাবে ভর্তি হতে পারছিলেন না। তার বাবা গাজীপুরে একটি কারখানার শ্রমিক। পরে ভর্তির বিষয়ে সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বৃহস্পতিবার সকালে তার কার্যালয়ে হোসনে আরার হাতে ভর্তি বাবদ টাকা দেন। তার লেখাপড়ার খরচ চালিয়ে নেয়ার দায়িত্ব নেন জেলা প্রশাসক। লেখাপড়ার দায়িত্ব নেয়ায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হোসনে আরা।
উল্লেখ্য, এর আগে গত নভেম্বর মাসের ৮ তারিখে রাজশাহী মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া গোপালপুরের সুচিত্র রানীর লেখাপড়ার পুরো খরচের দায়িত্ব নেন তিনি।
এছাড়াও জেলা প্রশাসক হিসেবে টাঙ্গাইলে যোগদানের পর থেকেই তিনি গভীর রাতে গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসায় সহযোগিতা, লেখাপড়ার ব্যয়ভার বহন, ঘর তৈরি করে দেয়া সহ এহেন কোন সহযোগিতা নাই, যা তিনি করেন নাই।