ঢাকার আশুলিয়া থেকে অপহৃত তিন বছর বয়সী শিশু আব্দুল্লাহকে অপহরণের ৩০ ঘণ্টার মধ্যে টাঙ্গাইল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ কাজে জড়িত মোঃ আজাহার (৪০), গাজীপুরকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের বরাত দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জানানো হয়, বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল আবাসিক হোটেল থেকে শিশুটি উদ্ধার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শিশুর বাবা মোঃ সেলিম মিয়া (২৭) এবং মা ভাড়া বাড়িতে না থাকার সময় শিশুটি থাকতো তার বৃদ্ধ মায়ের কাছে। ধৃত অপহরণকারী বাদীর খালাত বোনের মেয়ের তালাকপ্রাপ্ত স্বামী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল অনুমান সাড়ে ৮টায় ধৃত অপহরণকারী শিশুকে সদাই বা মজা কিনে দেওয়ার কথা বলে দোকানে নিয়ে যায়। দীর্ঘ সময় ফেরত না আসায় শিশুর দাদা বাদীকে মোবাইলে ঘটনাটি জানান।
ধৃত অপহরণকারী ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং তা না দিলে শিশুকে মারার হুমকি দেয়। এ ঘটনায় বাদী আশুলিয়া থানায় অপহরণ মামলা (মামলা নং-৪৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ধারা-৮) দায়ের করেন।
র্যাবের তথ্য প্রযুক্তি ও আভিযানিক সহায়তায় ধৃত আসামীর অবস্থান শনাক্ত করা হয় এবং যৌথ অভিযানে শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। ধৃত এবং শিশুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।