বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র সামনে এগোবে না, দেশও সমৃদ্ধির পথে যেতে পারবে না। বর্তমান অর্থনীতির চাকা যেভাবে চলছে, তাতে উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, “যে দুই-একটি দল পিআরের কথা বলছে বা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা সঠিক পথে নেই। দেশের স্বার্থে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। পিআরের ধোঁয়া তোলা থেকে বিরত থাকতে হবে এবং দেশপ্রেমিকতার পরিচয় দিতে হবে। দেশের গণতন্ত্র ও নির্বাচন ছাড়া বিকল্প কিছু নেই।”
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের বাসাইল উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান আরও বলেন, “যারা প্রতিনিধিত্বের অনুপাতে নির্বাচন (পিআর) নিয়ে আন্দোলন করছে বা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন ভন্ডুল করতে চায়, তারা দেশের অশুভ ও অগণতান্ত্রিক শক্তি। এরা দেশকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিতে চায়। এদের বিষয়ে পুরো জাতিকে সতর্ক থাকতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাশেম, ছাত্রদল নেতা নাহিদ খান ও আজিজুল ইসলাম বিজয়সহ অনেকে।
পরে তিনি উপজেলা মডেল মসজিদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন।