লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগকর্মী হিসেবে পরিচিত হারুনুর রশিদের বিরুদ্ধে বিএনপির ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃণমূল বিএনপি কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
রবিবার (১৮ মে) মিল্লাত একাডেমিতে ওয়ার্ড কমিটির ভোটগ্রহণ হবে। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম হারুনের প্রার্থিতা বাতিলের জন্য লিখিত অভিযোগ দেন উপজেলা বিএনপির নেতাদের কাছে।
অভিযোগে বলা হয়, হারুন দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং এক সাবেক এমপির ঘনিষ্ঠ হিসেবে কাজ করেছেন। তবে হারুন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনো আওয়ামী লীগ করেননি।
উপজেলা বিএনপি জানিয়েছে, অভিযোগের তদন্ত চলছে। প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে।