ইউটিউব দেখে গীটার প্রতিযোগিতায় প্রথম আতিকুর রেহমান

ইউটিউব দেখে গীটার প্রতিযোগিতায় প্রথম আতিকুর রেহমান

নিজস্ব প্রতিবেদক: নিজের সদিচ্ছা ও পরিশ্রম করলে যেকোন মানুষই সফলতা অর্জন করতে পারে।

এর প্রকৃষ্ট উদাহরণ মুহাম্মদ আতিকুর রেহমান।

৭ম শ্রেণির এই মেধাবী শিক্ষার্থী মাত্র পাঁচ মাসের চেষ্টায় ইউটিউব দেখে গীটার শিখে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় প্রথম হয়েছে।

রোববার (১৬ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি টাঙ্গাইলের উদ্যোগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ‘খ’ বিভাগে অংশগ্রহন করে প্রথম স্থান অর্জন করে মুহাম্মদ আতিকুর রেহমান।

সে টাঙ্গাইল সৃষ্টি একাডেমি স্কুলের ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী। তাঁর এই সাফল্যে প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং তাঁর পরিবার খুশি হয়েছেন।

মুহাম্মদ আতিকুর রেহমান এর বাবা মুহাম্মদ আহাদ আল মুঈন টাঙ্গাইল টেক্সটাইল ইন্সটিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর এবং মা কানিজ ফাতেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

আরও পড়ুন- কদমতলী হাসান পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে গরু-ছাগলের হাট!

মুহাম্মদ আতিকুর রেহমান বলেন, ‘আমি এই বছর ফেব্রুয়ারি মাসে একটি গীটার কিনি। তারপর ইউটিউব দেখে গীটার শেখার চেষ্টা করি।

গীটার শেখার পর এটাই ছিল আমার প্রথম গীটার প্রতিযোগিতায় অংশগ্রহন করা। প্রথম হওয়ায় আমার অনেক ভালো লাগতেছে।

ছোট বেলা থেকেই গীটার শেখার প্রতি আমার আগ্রহ ছিল। আমি ভবিষ্যতে নাসার বিজ্ঞানী হওয়ার পাশাপাশি একজন বড় গীটারিস্ট হতে চাই।’

প্রথম হওয়া আতিকুর রেহমান এর বাবা মুহাম্মদ আহাদ আল মুঈন বলেন, ‘আমার ছেলের প্রথম হওয়ার বিষয়টি শুরুতে আমার বিশ্বাস হয়নি।

কারণ, আমি ছেলেকে গীটার শিখানোর জন্য কোন প্রতিষ্ঠান বা কোন গীটারিস্টের কাছে দেইনি।

সে নিজে থেকেই চেষ্টা করে এই পর্যায়ে এসেছে। আমার ছেলের এই সাফল্যে আমি খুবই আনন্দিত হয়েছি।

আমার ছেলের একটা স্বপ্ন সে নাসার বিজ্ঞানী হতে চায়। নাসার বিজ্ঞানী হওয়ার পাশাপাশি সে যাতে বড় গীটারিস্ট হতে পারে সেই জন্য সকলের দোয়া চাই।’