রাজধানীর ভাকুর্তা ব্রিজ এলাকায় অবরোধ করেছেন ইটভাটা শ্রমিকরা। এর ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পেজে দেওয়া পোস্টের মাধ্যমে বলা হয়, ঢাকা জেলার ভাকুর্তা ব্রিজ এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের দুই দিকেই ইটভাটা শ্রমিকরা অবরোধ করেছেন। তাই গাবতলী টার্মিনাল থেকে আরিচা মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ আছে।











