শততম টেস্টে ব্যাট করতে নেমে অবশেষে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। জর্ডান নেইলের ওভারের তৃতীয় বলে এক রান নিয়েই তিনি হয়ে গেলেন বিশ্বের ১১তম এবং বাংলাদেশের প্রথম ব্যাটার, যিনি নিজের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করলেন।
এর আগে দিনের চতুর্থ বলে এলবিডব্লিউর জোরালো আবেদন ও পরের বলে অল্পের জন্য বেঁচে যান মুশফিক। তবে ধৈর্য ধরে খেলে ১৯৫ বল মোকাবিলা করে ৫টি চার হাঁকিয়ে তুলে নেন মাইলফলক সেঞ্চুরি।
এই ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসালেন মুশফিক। তার মোট সেঞ্চুরি এখন ১৩—যার সমান আর আছেন কেবল মুমিনুল হক।
ইনিংসের শুরুতে ৯৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপের মধ্যে থাকা বাংলাদেশকে টেনে তোলেন মুশফিক। প্রথমে মুমিনুলের সঙ্গে ১০৭ রানের জুটি, পরে লিটন দাসের সঙ্গে আরেকটি বড় জুটি গড়ে দলকে স্থিতিশীল করেন তিনি।











