ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে পাল্টা প্রতিশোধ নিয়েছে তেহরান। শুক্রবার (১৩ জুন) রাতে ইরান তেলআবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে এখন পর্যন্ত অন্তত ৪০ জন ইসরায়েলি আহত হয়েছেন এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
চলমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেছেন। নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, মোদির পাশাপাশি জার্মান চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে আলোচনা করেছেন তিনি। খুব শিগগিরই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলার পরিকল্পনা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি জানান, নেতানিয়াহু তাকে ফোন করে চলমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবহিত করেছেন। মোদি বলেন, “আমি মধ্যপ্রাচ্যে সহিংসতা ও উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং দ্রুত শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।”
এর আগে, ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উত্তেজক কর্মকাণ্ড এড়িয়ে চলা উচিত।