ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ সংক্রান্ত মামলায় হাইকোর্টের রায়কে ‘জনগণের বিজয়’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২২ মে) হাইকোর্টে রিট খারিজ হওয়ার পর থাইল্যান্ডের ব্যাংকক থেকে টেলিফোনে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বর্তমানে তিনি ব্যাংককে চিকিৎসাধীন রয়েছেন।
মির্জা ফখরুল বলেন, “আমি আশা করব, স্থানীয় সরকার মন্ত্রণালয় আর কোনো জটিলতা সৃষ্টি না করে দ্রুত ইশরাক হোসেনের শপথগ্রহণের ব্যবস্থা করবে।”
এসময় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে সড়ক অবরোধ থেকে বিরত থাকার আহ্বান জানান, যারা ইশরাকের শপথের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন।
প্রসঙ্গত, গত ১৪ মে চোখের চিকিৎসার জন্য ব্যাংককে যান মির্জা ফখরুল। পরদিন ব্যাংককের রুটনিন আই হসপিটালে তার বাম চোখে সফল অস্ত্রোপচার হয়। তিনি এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।