রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে এখনও চিকিৎসাধীন দগ্ধ ও আহত শিক্ষার্থীরা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জানিয়েছে, সেখানে বর্তমানে ৪৪ জন চিকিৎসাধীন, যাদের বেশিরভাগই শিশু। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৭ জন।
সিঙ্গাপুর থেকে আনা বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে রোগীদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা চলছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এ পর্যন্ত ১৩ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং নতুন করে একজনকে ভর্তি করা হয়েছে।
এদিকে গুরুতর দগ্ধদের সহায়তা করতে ভারতের একটি বিশেষজ্ঞ মেডিকেল দল বুধবার (২৩ জুলাই) রাতে ঢাকায় পৌঁছেছে এবং বৃহস্পতিবার (২৪ জুলাই) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রোগীদের পর্যবেক্ষণ করছেন।